কোয়ারেন্টাইনে মির্জা ফখরুল

৩৮

নিকট এক আত্মীয় কোভিড পজেটিভ হওয়ায় নিজ বাসা উত্তরায় ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তিনি এক ভার্চুয়াল আলোচনায় এ কথা জানান। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্বশরীরে উপস্থিত না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমি দুঃখিত যে, আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। কারণ এখন আমার বাসাতে করোনা ধরা পড়েছে। যার ফলে আমি এখন ১৪ দিনের যে আইসোলেশন সেই আই্সোলেশনে আমাকে থাকতে হচ্ছে।’

বিএনপি সূত্রে জানা গেছে, মির্জা ফখরুলের ইসলামের শ্যালক কাজী একরামুল রশীদ তার উত্তরার বাসায় করোনায় আক্রান্ত হন। বর্তমানে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.