আল আমিন,পঞ্চগড়ঃ রাজধানীসহ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হওয়া কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সফল করতে সরকারের স্বাস্থ্য বিভাগের সাথে সম্মিলিতভাবে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা।
রাজধানী ঢাকা ও ঢাকা জেলার ৫টি উপজেলার ৩৭টি হাসপাতালের ২৩০টি টিকাদান বুথে প্রায় ৪০০ জন স্বেচ্ছাসেবকসহ সারাদেশের কোভিড-১৯ টিকা কেন্দ্রে সর্বমোট ৪,২০০ (৪ হাজার ২’শ জন) জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছে।
স্বেচ্ছাসেবকরা টিকা নিতে আসা ব্যক্তিদের নিবন্ধন, টিকাদান কেন্দ্রে সামািজক দৃরত্ব বজায় রাখা ও টিকা নিতে আসা ব্যক্তিদের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ, টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মীদের সহায়তা প্রদানসহ টিকা গ্রহণের পর পর্যবেক্ষণ কক্ষে দায়িত্ব পালন করছেন।
করোনা কালে শুরু হতে জিবানুনাশক স্প্রে, ত্রাণ বিতরণ, জনসচেতনতা তৈরী সহ নানা মহতিকার্যক্রমে দেশব্যাপী নন্দীত যুব রেডক্রিসেন্ট ভলান্টিয়াররা।