কে হবে পৌর পিতা

২০

জাকির আহমেদ,গাইবান্ধাঃ আসছে ১০ ডিসেম্বর গাইবান্ধা জেলার পলাশবাড়ি পৌরসভার প্রথম নির্বাচন। এই নির্বাচন ঘিরে রয়েছে পলাশবাড়ী পৌরসভার সার্বিক উন্নয়ন। নির্বাচনী এলাকা ছেয়ে গেছে পোস্টার আর লিফলেটে। চলছে চায়ের টেবিলে আলোচনা।প্রার্থী হিসেবে রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর প্রধান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টির মুজিবুর রহমান।

দিন যতই ঘনিয়ে আসছে জনমুখে প্রার্থীদের প্রচারনার কথা ততই শোনা যাচ্ছে।

সরেজমিনেঃ পলাশবাড়ী বন্দরের কালীবাড়িতে স্থানীয় চা দোকানদার লোকমান হাকিমের সাথে কথা বলে জানা যায় ভোট গ্রহন করা হবে ইভিএম মেশিনের সাহায্যে। তাই লোকমুখে কথা হচ্ছে ভোটের স্বচ্ছতা নিয়ে। ভোট কি আদৌ নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই।

নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারনার সাথে সাথে তাদের বিভিন্ন রকম প্রতিশ্রুতিও দেখা যাচ্ছে। প্রচারণায় স্বরব আছে কাউন্সিলর প্রার্থী সহ সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা। নির্বাচন এগিয়ে আসছে আর প্রার্থীদের সফল হবার আশায় তারা ছড়িয়ে যাচ্ছেন নির্বাচন প্রতিশ্রুতি। তারা সফল হলেই কি আদৌ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন কিনা এমন প্রশ্ন রয়েছে জনমুখে।

প্রথম পৌরনির্বাচনে বেশ গুরুত্ব দিয়েই দুই দলের নেতাকর্মীদের দেখা যাচ্ছে ভোট সংগ্রহ করতে। চলছে রাতে বিরাতে খুলি বৈঠক। কখনওবা দেখা যাচ্ছে মিছিল নিয়ে বেড়িয়েছেন নেতা কর্মীরা। প্রথম নির্বাচন, লোকমুখে শোনা যায় কাউন্সিলর রা নির্বাচনে জিততে রাতের আধারেও নাকি টাকা পয়সা বিলিয়ে দিচ্ছেন ভোটার দের।

ভোটার দের দাবী, তারা সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রথম পৌর পিতা কে বরন করে নিবে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.