কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ, দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত “শীতসামগী উপহার বিতরণ কর্মসূচি” সফলভাবে শেষ হয়েছে
দিনাজপুর,ডেস্ক রিপোর্টঃ “শেখ জাহাঙ্গীর পীর (রহঃ) নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং” মাদরাসায় কিছু এতিম ছাত্র, অত্র মাদরাসার শিক্ষক এবং বাবুর্চির মাঝে শীত বস্ত্র এবং সেই সাথে কেয়া কসমেটিক লিমিটেডের ৬টি পণ্য যেমনঃ কেয়া কাপড় কাঁচা সাবান, কেয়া সাবান, মেরিল, লিপজেল, টুথপেষ্ট এবং কেয়া ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয়।
মাদ্রাসার এতিম ছাত্ররা এসময় বলেন তারা অত্যন্ত খুশি হয়েছে এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশকে।
এসময় কে স্টুডেন্টস ফোরাম এর অর্গানাইজিং সেক্রেটারি মো: হাবিবুর রহমান বলেন, খুব সফলভাবে আমরা আজকের কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। মাদরাসার শিক্ষকসহ সকলেই এই উপহার সামগ্রী পেয়ে খুব খুশি।
ইনশাআল্লাহ Keya কসমেটিকস লিমিটেডের সৌজন্যে আরও কর্মসূচি নেওয়া হবে এই প্রত্যাশা করি এবং আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কেয়া কসমেটিক লিমিটেড কে। সেই সাথে ধন্যবাদ Keya Students Forum Bangladesh এর সাথে জড়িত সকলকে।