রাকিবুল,গাজীপুর প্রতিনিধিঃ মাঘের শীতকে বাঘে ভয় পায়।কথাটি যেন বাস্তব থেকে যেন বাস্তবতায় ঘোর নিয়েছে। যত দিন যাচ্ছে শীতের প্রকোপ বেড়েই চলছে গাজিপুর অঞ্চলে।হার কাপানো শিতে জন জীবন বিপন্ন।ভোর রাত থেকে কুয়াশা বেড়েই চলছে গাজিপুর কোনাবাড়ি কাশিমপুর অঞ্চলে।চারদিকে কিছু দেখা যাচ্ছে না।
রাস্তায় ভারি যানবাহন দিনের বেলায়ও হেড লাইট দিয়ে চলতে দেখা যাচ্ছে। এই অঞ্চলে ইন্ডাস্ট্রি থাকায় সকালে রাস্তায় মানুষের ঢল।এই কুয়াশা যেন মানুষের জীবনকে বিশাল বাধাগ্রস্ত করছে।ইলেকট্রনিক ডিভাইসে এই অঞ্চলের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেন্টিগ্রেড।
ইউনুস নামে এক প্রিন্টার কর্মী বলেন, এই ঠান্ডা কুয়াশার কারনে জীবন আর চলে না।তবুও সকালে উঠে অফিস যেতে হয়। জীবন যেন আর জীবন থাকে না।
আশা মনি নামে অপর গার্মেন্টস শ্রমিক বলেন ভাই গরীব মানুষ আমরা কাজ করে জীবন জীবিকা চালাতে হয়। আমাদের এই শীত হিসেব করে চলতে গেলে জীবন চলে না।তবে খুব কস্ট হয় এই সকালে অফিস করতে।