মোঃ কুদ্দুস মিয়া,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রী সেলিনা আক্তার দুরারোগ্য ব্যাধি হৃদরোগে আক্রান্ত।হার্টের সমস্যা নিয়ে জন্ম সেলিনার।
পরবর্তিতে ফুসফুসে ইনফেকশন হয়ে পরে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা তাকে দেশের বাহিরে অপারেশন করার পরামর্শ দেন।
চিকিৎসকরা বলেছেম বিদেশে উন্নত চিকিৎসা হলে মেয়েটির বাঁচার সম্ভাবনা রয়েছে। বর্তমানে তার মুখ থেকে রক্তপাত হচ্ছে।
তাকে চিকিৎসার জন্য প্রথমে ভারতে নিয়ে যাওয়া হলে সেখানকার ডাক্তাররা অপারেশন করার কথা জানান। অপারেশন করতে দরকার ৮ লক্ষ টাকা।বর্তমানে বাসায় বিনা চিকিৎসায় সেলিনা মৃত্যুর প্রহর গুনছে।
সে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর কন্সট্রাকশন টেকনোলজির (সিভিল) প্রাক্তন ছাত্রী,
(ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট-২০১৯)
সেলিনা আক্তার এর পিতা সেলিম মিয়া একজন ক্ষুদ্র ব্যাবসায়ী, সেলিনার এই রোগ সনাক্ত করার পর চিকিৎসার খরচ মিটাতে অসহায় এই বাবা তার সহায়সম্বল সবটুকু শেষ করেছে ।
তিনি টাকার অভাবে এখন আর সেলিনার চিকিৎসা করাতে পারছেন না। এখন সেলিনার শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসার টাকা যোগান করতে দিশেহারা সেলিনার বাবা।
এমতাবস্থায় মেধাবী সেলিনাকে বাঁচাতে সকল হৃদয়বান, মানবিক ও দানশীল ব্যাক্তির সহযোগীতা কামনা করছে সেলিনার পরিবার।
চিকিৎসার জন্য সহযোগীতা করতে সরাসরি যোগাযোগ/সহায়তা পাঠানোর ঠিকানা:
বাসা নং-১২৩,
রোড নং ২/২,
উত্তর নূরপুর, রংপুর
ব্যাংক একাউন্ট নং ৫০১৯৫০১০০০৪৯৮।
বিকাশ পার্সোনাল : 01739449780