মিথুন রায়
বিশেষ প্রতিনিধি
করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ প্রতিরোধ মূলক সর্তকতায় জনসাধারণের মাস্ক পরার ওপর বিশেষ নজরদারি শুরু করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।
‘নো মাস্ক, নো এন্ট্রি’ এ কার্যক্রমের অংশ হিসেবে রবিবার দুপুর ১২টায় জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পথচারী সহ বিভিন্ন যানবাহনে জনসাধারণের মুখে মাস্ক আছে কিনা, তা তদারকি করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, এনডিসি হাসিবুল ইসলাম।
এ সময় মাস্ক না পরার জন্য ১৫ জনের কাছে জরিমানা আদায়সহ পথচারীদের মাস্ক পরিয়ে দেয়া হয়।