মোনাজীর ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নীলফামারী জেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। রোববার-৬ ডিসেম্বর বিকেলে বিক্ষোভ মিছিল টি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে করে। প্রতিবাদ মিছিল ও সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন সহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, ভাস্কর্য ভাঙচুরকারীদের ক্ষমা নাই। ভাস্কর্য বিরোধীদের কঠোর ভাবে প্রতিহত করা হবে। জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবি জানানো হয়।