কুমিল্লায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

 

মোঃ তছলিম উদ্দিন:কুমিল্লা জেলা প্রতিনিধি:“পুলিশ-জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটি  কুমিল্লার সহযোগিতায় জেলা পুলিশ কুমিল্লার আয়োজনে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নানা আয়োজনে উদযাপন করা হয় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ ।

এ আয়োজনের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সকলের উপস্থিতিতে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ এর উদ্বোধন করেন সম্মানিত পুলিশ সুপার কুমিল্লা জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) সহ আমন্ত্রিত অতিথিগণ।

এরপর একটি র‍্যালী ঈদগাহ থেকে শুরু হয়ে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব আব্দুল মান্নান বিপিএম (বার), পুলিশ সুপার কুমিল্লা মহোদয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব খন্দকার মুঃ মুশফিকুর রহমান, কুমিল্লা জেলা কুমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সম্মানিত সভাপতি জনাব প্রফেসর আমির আলী চৌধুরী অনেকে ।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.