ফারুক হোসাইন, ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রাম সদর উপজেলায় ব্রয়লার মুরগি পালনের সিদ্ধান্ত নেয়(1) মোহাম্মদ নবীর হোসেন(20) (2) মোঃ সাইদুর রহমান (20)।
তারা নিজ উদ্যোগে ব্রয়লার মুরগি পালনের সিদ্ধান্ত নেয়। তারা আমাদের জানান, আমরা দুজনে 2019 সালে এসএসসি পাস করি। তারপর কলেজে কারিগরি শাখায় ভর্তি হই। কারিগরি শাখার উদ্যোক্তা উন্নয়ন ট্রেড নিয়ে লেখাপড়া শুরু করি। এই ট্রেডে নিজ উদ্যোগে ব্যবসায় করার বিষয়টি জানতে পাই, তারপর আর বেকার না থেকে লেখাপড়ার পাশাপাশি ব্রয়লার মুরগি পালনের সিদ্ধান্ত নেই।
ব্রয়লার মুরগি পালন করে আমরা আস্তে আস্তে স্বাবলম্বীর দিকে এগোচ্ছি। আমরা অবশেষে একটা কথা জানাতে চাই, আমাদের এ ব্যবসায় করা দেখে অন্যরা যেন এরকম ব্যবসায় করেন।।