ফারুক হোসাইন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাতির পিঠে চড়ে রাজকীয় ভাবে বাল্যবিবাহের ঘটনা ঘটে। বাল্যবিবাহের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই তাড়াহুড়ো করে কনে ও বর পক্ষ শটকে যান। শুক্রবার (12 ই ফেব্রুয়ারি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।কনে ওই গ্রামের দুলাল মিয়ার মেয়ে আদরি আক্তার (17)।আদরি দশম শ্রেণীর একজন মেধাবী ছাত্রী।হাতির পিঠে আসা বরের নাম সম্রাট। সে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের বদ্ধু খানের ছেলে।
এ বিষয়ে জানার জন্য ভাঙ্গামোড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান বাবু জানান শুক্রবার বিকেলে বর (সম্রাট) হাতির পিঠে চড়ে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের এলাকা থেকে ফুলবাড়ী উপজেলার ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামে বিয়ে করতে যাচ্ছিলেন। ওই সময় হাতির পিঠে সম্রাট বর কে দেখে উৎসুক জনতা ভিড় করে দেখতে থাকে । কিছুক্ষণ পরে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারে হাতির পিটে থাকা সম্রাট বাল্য বিবাহ করতে যাচ্ছে। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান বাল্য বিয়ে হচ্ছে এমন কথা শুনে আমরা সেখানে খুব তাড়াতাড়ি পুলিশ পাঠাই। কিন্তু পুলিশ গিয়ে কাউকে দেখতে পাইনি। কিন্তু আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি তারা অতি তাড়াতাড়ি বিয়ে সম্পন্ন করে সটকে পরেছে।