কুড়িগ্রামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দি “দুলাল” ইঞ্জিনিয়ার নকআউট ফুটবল টুর্নামেন্ট 2020 ইং আয়োজন
ফারুক হোসাইন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের বানির খামারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দি”দুলাল” ইঞ্জিনিয়ার নকআউট ফুটবল টুর্নামেন্ট 2020 ইং আয়োজন করেছেন। খেলায় মোট 8 টি দল অংশগ্রহণ করেন। আটটি টি দলের মধ্যে যে 2টি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন(1) চৌধুরীপাড়া স্পোর্টিং ক্লাব (2)বেরুবাড়ী স্পোর্টিং ক্লাব।
এ খেলায় চৌধুরীপাড়া (2)-(0) গোলে জয়লাভ করেন। প্রথম পুরস্কার একটি 17 ইঞ্চি এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার একটি ছাগল।
এ খেলায় সভাপতিত্ব করেন: জনাব মোঃ জাহিদুল হক।( সহকারি শিক্ষক ঘোগাদহ বালিকা উচ্চ বিদ্যালয়)। পৃষ্ঠপোষকতায়: জনাব নূর মোহাম্মদ সরকার।
সার্বিক সহযোগিতায়: জনাব আলহাজ্ব মোঃ আমিনুল হক খন্দকার বাচ্চু।( চেয়ারম্যান ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ)।
প্রধান অতিথি: জনাব মোঃ সাইদুর রহমান।( চেয়ারম্যান ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ)।
আরো উপস্থিত ছিলেন: আমেরিকা প্রবাসী মরহুম আবদুল গফুর মেম্বারের সুযোগ্য সন্তান মোঃ ফারুকুজ্জামান। জনাব মোঃ আব্দুর সোহরাব, মেম্বার পদপ্রার্থী 5 নং ওয়ার্ড। জনাব মোঃ আব্দুস সাফি, ইউপি সদস্য 5 নং ওয়ার্ড। জনাব মোঃ আকরামুল হক (মাজেদুল) ইউপি সদস্য 7 নং ওয়ার্ড।
খেলা পরিচালনায় রেফারির দায়িত্বে ছিলেন বিপ্লব তালুকদার, রেফারির সহযোগিতায় ছিলেন মোঃ শাহানুর সরকার, মোঃ রতন চৌধুরী। ভাষ্যকারের দায়িত্বে ছিলেন মোঃ আশিকুর রহমান (আশিক), মোঃ বেলাল হোসেন (ব্যবসায়ী)।