কুড়িগ্রামে (টিসিবি) ন্যায্যমূল্যে পণ্য বিক্রি

৩৯

ফারুক হোসাইন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজারে(৪ মে)রোজ মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর উদ্দোগে পবিত্র মাহে রমজান ২০২১ উপলক্ষে ২কেজি ডাল, ২কেজি চিনি ও ২লিটার সয়াবিন তেল ন্যায্য মূল্যে বিক্রি করেন।

২কেজি ডাল ৫৫ টাকা দরে ১১০ টাকা,২ কেজি চিনি ৫৫ টাকা দরে ১১০ টাকা ও ২ লিটার তেল ১০০টাকা কেজি দরে ২০০ টাকা করে বিক্রি করেন। এ সময় খেটে খাওয়া মানুষের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়।

আমরা কয়েকজন খেটে খাওয়া মানুষের কাছে জানতে চেয়েছিলাম, তারা আমাদের জানায় আমরা এই লকডাউন এর সময় খুব মানবেতর জীবন যাপন করছি।এ সময় এগুলো ন্যায্যমূল্য পেয়ে খুবই খুশি। খেটে খাওয়া মানুষ এ কার্যক্রম অব্যাহত রাখতে বলে। আমরা টিসিবির একজন বিক্রয় প্রতিনিধির সাথে কথা বললে তিনি জানান,আমাদের এ কার্যক্রম ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে ৬ মে শেষ হবে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.