ফারুক হোসাইন,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে কন্যা সন্তান জন্ম। 2 বছর ধরে পরিবারের খোঁজ নেন না স্বামী। খাবার জোটাতে 15 মাসের কন্যা সন্তানকে দত্তক দিয়েছেন মা শেফালী বেগম। এক মেয়েকে নিয়ে বর্তমানে কষ্টে কাটাচ্ছেন শেফালী বেগম। অপরাধ 2 টি কন্যা সন্তান জন্ম দেওয়া। সেজন্য 2 বছর আগে পরিবার ছেড়েছেন তার স্বামী। পরবাসী হয়েগেছেন শেফালী বেগম। তাই 15 মাসের কন্যা সন্তানকে দত্তক দিয়েছেন মা। 2011 সালে কুড়িগ্রামের উলিপুরের গোরাইবিয়া গ্রামের আনিসুর রহমানের সাথে ঘর বাঁধে শেফালী বেগম। বিয়ের পর থেকে প্রায়ই সে শারীরিক নির্যাতনের শিকার হতো। 2য় কন্যা সন্তান জন্ম দেওয়ায় তা আরও বেড়ে যায়।স্থানীয় জন প্রতিনিধি আতিয়ার রহমান মুন্সী জানান,শুধু শেফালীই নন বর্তমানে এমন শিকার হচ্ছেন অনেকেই।
ব্রেকিং নিউজ :
- সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্ত্রী আর নেই
- বারহাট্টায় মাদক ব্যবসা চলছে অবাধে
- তজুমদ্দিন সাংবাদিক ইউনিয়ন কমিটি গঠন।
- বারহাট্টায় দশম শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে হত্যা
- নিউ মার্কেটে ভয়াবহ আগুন, নিযন্ত্রণে ২৩ ইউনিট
- রাণীশংকৈলে দলিত ও আদিবাসীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়
- তজুমদ্দিন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ।
- ডোমারে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত
- সন্ত্রাসী হামলার প্রতিবাদে মোংলায় প্রতিবাদসভা
- থানায় জিডি করার ৫ দিন পর ভুট্টাক্ষেতে মিলল সাইফুলের লাশ