ফারুক হোসাইন,কুড়িগ্রাম প্রতিনিধি: আজ বুধবার সকাল 10 ঘটিকায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে পলিটেকনিক শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলঃ
(1) কোনভাবেই একবছর সেশন গ্যাপ মানিনা।
(2) 2021 সালের মধ্যে ডুয়েট সহ অন্যান্য সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বৃদ্ধি করতেই হবে।
(3) প্রথম, তৃতীয়,পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শট সিলেবাসে পরীক্ষা নিতেই হবে।
(4) সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করতেই হবে ও প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার অর্ধেক করতেই হবে।