
মোঃ ফরিদুল ইসলাম,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালীহাতির বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর নামক এলাকায় বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২ টায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সুফিয়া নাসরীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই সুফিয়া নাসরীন সাহসী কন্ঠকে জানান, রাত পৌনে ১২ টার দিকে অজ্ঞাত ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোন গাড়ী চাপা দিয়েছে তা জানা যায়নি। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।