ডেস্ক রিপোর্ট,চন্দন সরকারঃ গাজীপুরের কালিয়াকৈর বাজারে শতাধিক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার সন্ধ্যা দিকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক দোকানপাটসহ অনেক ঘড়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে অগ্নিপাত ঘটেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা গেছে, মহাসড়কের পাশ থেকে বাজার পর্যন্ত অনেকগুলো টিনশেডের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। রং এর দোকানের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমার স্পার্কিং হতে এ অগ্নিপাত ঘটেছে।
দোকানঘরগুলো টিনের হওয়ায় মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। সময়মতো ফায়ার সার্ভিস বাহিনী কর্মীরা না পৌঁছানোয় আগুন চাপাইর রোডের পাশে থাকা দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।