ডেক্স রিপোর্টঃ দৈনিক সাহসী কন্ঠ
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ডিংরাপাড়া গ্রামে জনৈক কবরস্থ মৃত লাশের মাথা কাটতে গিয়ে গ্রামবাসীর হাতে ০২ জন আটক হয়৷ পরে তাদেরকে গ্রামবাসী পুলিশের নিকট দেয়৷
আটককৃতরা হলেনঃ পুনট বাস-স্ট্যান্ডের সাপুড়ে জয়লাল (৬০) ও পুনট সরদার পাড়ার নুরুল কবিরাজ (৬৫), তারা বর্তমানে কালাই থানা পুলিশ হেফাজতে।