ডেক্স রিপোর্টঃ দৈনিক সাহসী
বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সভায় সিদ্ধান্ত হয় বর্তমান প্রেক্ষাপটে দেশের সকল পর্যায়ের শিক্ষাব্যবস্হা কে নিয়ে আলোচনা হলেও কারিগরি শিক্ষা নিয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত আসেনি।
এরই মধ্যে ২য়,৪র্থ,৬ষ্ঠ,৮ম পর্বের কোন সিদ্ধান্ত আসেনি কিন্তু শিক্ষাবর্ষ শেষ অপরদিকে ১ম,৩য়,৫ম,৭ম পর্বের শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে ফলে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা বিপাকে পড়ে গেছে।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি শিক্ষামন্ত্রীর প্রেস ব্রিফিংয়ে কারিগরি শিক্ষার্থীদের পক্ষে কোন প্রকার সুনির্দিষ্ট তথ্য না আসায় দেশের সর্ববৃহৎ পলিটেকনিক ছাত্র সংগঠন আগামী ৫ জানুয়ারী মানববন্ধন কর্মসূচীর ডাক দেয়।
সংগঠনের প্রধান বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান লিমনের কাছে জানতে চাইলে তিনি বলেন যে আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম কিন্তু কারিগরি শিক্ষা ব্যবস্হা নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। তাই সংগঠনের এমন সিদ্ধান্ত। তবে যদি সরকার দ্রুত সিদ্ধান্ত না দেয় তবে কঠোর আন্দলনের ঘোষনা আসতে পারে।এছাড়া সকল শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহন করার আহ্বান জানাচ্ছি।
আগামী ৫ জানুয়ারী মানবন্ধন কর্মসূচী সফল করার জন্য আহ্বান জানাচ্ছি।
”দৈনিক সাহসী কণ্ঠ” হ’ল সমস্ত প্রজন্মের কাছে আসল তথ্যটি প্রকাশ করার একমাত্র পোর্টাল।