সঞ্জয় বৈরাগী, পিরোজপুর জেলা প্রতিনিধি :পিরোজপুরের কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনুকে কাউখালী উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে জাতীয় পার্টি (জেপি)’র কেন্দ্রীয় দফতর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি স্বাক্ষরিত এক পত্রে কাউখালী উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানের অসুস্থতার কারণে কাউখালী উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে বুধবার সকালে কাউখালী জাতীয় পার্টি (জেপি)’র ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু ঢাকা থেকে লঞ্চ যোগে কাউখালীতে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় দলীয় নেতা কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, যুগ্ন সাধারণ সম্পাদক বজলুর রহমান খান, জেপি নেতা ডা. মতিউর রহমান. মলিন বড়ন ঢালী, যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নরুজ্জামান মনু, ছাত্র সমাজের আহবায়ক কাইয়ুম শেখ প্রমূখ।