সঞ্জয় বৈরাগী, পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ৪ জন মুক্তিযোদ্ধার মাকে (যারা বেঁচে আছেন) সম্মাননা প্রদান করেছে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
রবিবার রাতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের হাতে ক্রেস্ট (মায়ের উদ্দেশ্য লেখা চিঠি) ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
সম্মাননা প্রাপ্তরা হলেন কাউখালীর গোসতারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত. হারুন আর রশীদ সাইদ এর মা আমেনা খাতুন, কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারের মা মোছা. কহিনুর, কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কবির হোসেনের মা মালেকা বেগম এবং কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন এর মা মোসা. আমজেদুন নেছা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. মোস্তাক আহম্মেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলাম প্রমূখ।