
কাজী রাইসুল ইসলাম,ডেস্ক রিপোর্টঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী ও বালিয়াতলী সংযোগ ব্রীজটি গত বছর এমন সময় ট্রলি নিয়ে পার হওয়ার সময় হঠাৎ চোখের সামনে দুমড়ে মুচড়ে খালে পরে এক শ্রমিক নিহত হয়।এর পর যোগাযোগ রক্ষার জন্য মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ কাঠের ব্রীজটি করেন।
বছর ঘুরতে না ঘুরতেই বিকল হয়ে গেছে ব্রীজটি। পথচারিরা আতঙ্ক নিয়ে পারাপার করছেন। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে জানালেন বেশ কিছু স্থানীয়রা । এই কাঠের ব্রীজটি দিয়ে দৈনিক তিন হাজারের মতো মানুষ বালিয়াতলী,ধুলাসার,লালুয়া,কলাপাড়া সদরসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ রক্ষা করে থাকেন।