“কলম যাদুকর” এর ৭২ তম জন্মদিনে শাওনের কৃতজ্ঞতা প্রকাশ

৪৭

১৮ ই নভেম্বর, সুমন অরন্য,গাজিপুরঃ

মধ্যবিত্ত বাঙ্গালীর প্রিয় লেখক, আমাদের কলম শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ এর ৭২ তম জন্মদিনে, তার স্ত্রী শাওনের কৃতজ্ঞ প্রকাশ।

সকল হিমু ভক্ত,শ্রোতা ও পাঠক সমাজ সহ দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন, মেহের আফরোজ শাওন। সাহসী কন্ঠের চোখে এ দিনটি বাংলা ভাষাভাষী মানুষের জন্য অনুপ্রেরণার দিন। বেচেঁ থাকবে প্রিয় স্যারের কর্মযগ্য মানুষের চোখে ও মনে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.