মুরসালিন,উপজেলা প্রতিনিধি,কলমাকান্দা,নেত্রকোনাঃ কলমাকান্দা উপজেলা মসজিদের প্রাঙ্গণে শহীদ মিনারের সংলগ্নে একটি বাসায় ভয়াবহ আগুন।
৮ই জানুয়ারি রোজ: শুক্রবার রাত ০৯:০০ ঘটিকায় আগুনের সুত্র পাত হয়। আগুন কিভাবে লেগেছে এখনো জানা যায়নি। স্থানীয় মানুষজনের মুখে শুনা যাচ্ছে বিদ্যুৎ থেকে আগিন লাগতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সকলেই চেষ্টা করছে।