ইমরান হোসেন পিয়াল,কলাপাড়া প্রতিনিধিঃ আমাদের দেশের মিডিয়া যেমন, তেমনি তাদের দর্শক! ‘বাংলাদেশকে ভয় দেখাচ্ছে ১৪৫ কেজির কর্নওয়েল’ এই একটি শিরোনামে একের পর এক নিউজ করে যাচ্ছে দেশের প্রথমসারির গণমাধ্যমগুলো।
আর তাতে হাহা দিয়ে মনের খায়েশ মেটাচ্ছে দেশের ক্রিকেট প্রেমিরা। তাতে মনে হচ্ছে, ১৪৫ কেজি ওজন বলে কর্নওয়েল কোনো মানুষ নন, তিনি কোনো পশু। আর পশু হওয়ায় তিনি ক্রিকেটার হিসেবে ভয় দেখাচ্ছেন না, ভয় দেখাচ্ছেন পশু হিসেবেই। অথচ আমাদের ব্যাটিং লাইনে যে পরিমাণ বাহাতি ব্যাটসম্যান, তাদের মাথা ব্যথার কারন হতে পারেন এই ডানহাতি অফ স্পিনার। আলোচনা হওয়া উচিত কিভাবে আমরা মোকাবেলা করতে পারি তাকে, সেটা না করে দেশের মিডিয়াগুলো যেন তাকে হাতি হিসেবে পরিচয় করিয়ে দিতেই ব্যস্ত সময় পার করছে। আর সমর্থকরাও তাকে নিয়ে হাসি তামাশা করেই মজা লুটছেন। টেস্ট সিরিজে দেখা যাবে এই থাকে কর্নওয়েলের বোলিংয়ের সামনে?