রাকিবুল হাসান
আজ নিস্তব্ধ জাতি আমরা,
আজ আমরা অসহায়।
আজ কোথায় আমাদের,
সেই গোলাবারুদ,
কোথায় আমাদের ক্ষেপণাস্ত্র,
আজ কোথায়?
সেই আমাদের আয়ত্ব শক্তির অহংকার।
তুমি খুবই নিষ্ঠুরতম ভাইরাস।
তুমি বুঝতে চাও না জাতি ধর্ম।
তুমি বুঝতে পারোনা লক্ষ পরিবারের কান্না।
আজ পৃথিবীর সকল শক্তি তুচ্ছতম।
একমাত্র তোমার শক্তিতে,
হে করোনা ভাইরাস।
আমি আমরা সকলে
একটি দিবসের অপেক্ষায়।
সেই স্বাস্থ্যবানীর অপেক্ষায়।
যেদিন পূরো জাতি জানবে,
১৪ দিবস পেরিয়ে পৃথিবী আজ মুক্ত।
শিশু থেকে বৃদ্ধ,
সকলের চোখ আনন্দে হবে অশ্রুসিক্ত।