নীলফামারি প্রতিনিধি,রুবি আক্তারঃ দুনিয়া জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা অসংখ্য, করোনা ভাইরাস সনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৯ কোটি ৫৪ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৮ টায় আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্টোমিটারস এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্টানটির ওয়েবসাইটে জানিয়েছে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারিতে এ পযন্ত বিশ্বের ২১৯ টি দেশ ও অন্চল আক্রান্ত হয়েছে।এ পযন্ত আক্রান্তের মোট আক্রান্তের সংখ্যার মধ্যে ২০ লাখ ৩৯ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে, ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৮১ লাখ ৬৭ হাজার ১৬১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী মহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস,একপর্যায়ে চীনে এর প্রকোপ কমলেও অন্যান্য দেশে ব্যাপক হারে তা ছড়িয়ে পড়ে।
চীনের বাইরে অন্যান্য দেশে এর প্রকোপ ১৩ গুন বৃদ্ধি পাওয়ায় গত ১১ মার্চ দুনিয়া জুড়ে মহামারি ঘোষনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে আশা করা হচ্ছে এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে করোনার টিকা আবিস্কৃত হয়েছে।