করোনা থেকে সুস্থ হয়ে ফিরলেন রকিবুল ইসলাম জয়

১৫

করোনা থেকে সুস্থ হয়ে ফিরলেন রকিবুল ইসলাম জয়

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন বি এম এস সংঘ (সেচ্ছায় মানব সেবা ও রক্ত দাতাদের সংগঠন) প্রতিষ্ঠাতা সভাপতি রকিবুল ইসলাম জয়।

মঙ্গলবার রাতে নিজের করোনা মুক্তির খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে রকিবুল ইসলাম জয় লেখেন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার কনোরাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজ রাতেই ফল জানতে পেরেছি।
, এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানাভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।
শনাক্ত হওয়ার পর আমার বাবা সম্মুখে থেকে সেবা দিয়ে গিয়েছের আল্লাহর রহমতে তার ফল ও নেগেটিভ।
বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন।
সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।
আল্লাহ সবার সহায় হোন।
তিনি আরও বলেন, পরিপূর্ণ সুস্থ হয়ে আবার মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। তিনি কাজ করতে চান সমাজ সচেতনতা মূলক কাজ।

উল্লেখ্য,গত ২১/০৩/২০২১ তারিখ তার নিকট স্বজন এর কাছ থেকে তার করোনা আক্রান্তের খবর নিশ্চিত হন দৈনিক সাহসী কন্ঠের সংবাদ কর্মী।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.