রুবী আক্তার,নীলফামারিঃ নীলফামারীতে করোনা টিকা গ্রহনে মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসছে সদর উপজেলা আওয়ামী লীগ। নীলফামারী জেনারেল হাসপাতালসহ জেলা সদরের ১৫টি ইউনিয়নে একটি করে নিবন্ধন বুথ খুলেছে তারা। নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নির্দেশনায় কাজটি বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান। ব্যানার সাটিয়ে চেয়ার-টেবিলে বসে দিনভর ল্যাপটপে আগতদের নিবন্ধনের কাজ করেছেন তারা।
গত পাঁচ দিনে ধরে চলা এ কার্যক্রমে এক হাজার ৩৫০ জনের নিবন্ধন সম্পন্ন করা হয়েছে স্থাপিত বুথে। উক্ত কার্যক্রমে ১৬টি বুথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ১৬০ জন।সদর উপজেলার ১৫টি ইউনিয়নে আওয়ামী লীগের নিবন্ধন বুথ স্থাপন করায় অনেক সুবিধা হয়েছে। এখন নির্দিষ্ট গতিতে টিকাদান চলছে। প্রতিটি ইউনিয়নে তাদের নিববন্ধন বুথের কারণে প্রচার প্রচারনাও বেড়েছে। নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগকে মডেল হিসেবে নিয়ে যদি প্রতিটি জেলা উপজেলায় এভাবে কাজ করে তাহলেএ কর্মসূচি শতভাগ সফল হবে।