অভিজিৎ শর্মা,ডেস্ক রিপোর্ট: করোনা আক্রান্ত রবি সিঙ্গল যখন প্রবল শ্বাসকষ্ট শুরু হয় ঠিক তখনই তাঁকে নিয়ে অটোতে করে হাসপাতালের দিকে রওনা দিয়েছিলেন আগরার রেনু সিঙ্গল। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। তবে অটোর মধ্যেই স্বামীর শ্বাসকষ্ট এর তিব্রতা আরও বাড়তে থাকে। নিরুপায় হয়ে স্বামীকে বাঁচানোর প্রাণপণ প্রচেষ্টা শুরু করেন রেণু সিঙ্গল। স্বামীর মুখে মুখ লাগিয়ে কৃত্রিম উপায়ে তাঁকে শ্বাস দিয়ে বাঁচিয়ে তুলতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত নিয়তির কাছে হেরে গেলেন তিনি। সোমবার হাসপাতালের বাইরে রেণুর কোলে মৃত্যুর মুখে ঢলে পড়েন তাঁর স্বামী রবি সিঙ্গল। শেষ মুহূর্তে রেণুর এই প্রাণপণ প্রচেষ্টাই নেটমাধ্যমে ভাইরাল হল। এই ঘটনাটি আরো এক বার ফুটে উঠছে ভারতের কোভিড রোগীদের করুণ দশার প্রতিচ্ছবি।
এই দম্পতির আবাস্থল- উত্তরপ্রদেশের আবাস বিকাশ সেক্টর ৭ তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সরোজিনী নাইডু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে সেই সরকারি হাসপাতালে ভর্তি করানোর আগেই রবির শ্বাসকষ্টের সমস্যার কারণে মারা যান।গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে মারা যান ২ হাজার ৮১২ জন।