মুরসালিন,কলমাকান্দা,নেত্রকোনাঃ কলমাকান্দা ব্লাড ডোনেশন সোসাইটি( KBDS) পরিবারের পক্ষ থেকে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে। সকাল ০৮:০০ ঘটিকায় র্যালী বাহির করার আয়োজন করা হয়েছে। এবং সকাল ০৯:০০ ঘটিকা হইতে, কলমাকান্দা আল জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে, করোনা মোকাবেলায় জনসচেতন করতে ফ্রি মাক্স বিতরণ ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ে জন্য আয়োজন করা হয়েছে । আয়োজনে কলমাকান্দা ব্লাড ডোনেশন সোসাইটি (KBDS) পরিবার ও পরিচালনা কমিটি। তারা বলছেন করোনার মাধ্যমে অনেক ব্লাড প্রয়োজন হচ্ছে। অনেক সময় দেখা যায় নিজেদের মানুষ ব্লাড দিতে ভয়পায়। তাই আমরা চাই,এই ভয় ভাঙ্গাতে। তারা আরো বলছেন,রক্ত দেওয়া কোনো প্রকার ক্ষতি হয় না। রক্ত দিলে বরং শরীর সুস্থ থাকে এটা আমাদের দেশের মানুষ বুঝতে পারে না। আমরা চাই আমাদের দেশের প্রতিটি ঘরে ঘরে একটি করে সেচ্ছাসেবী হয়ে উঠুক। আমরা চাই আমাদের দেশে যেনো একটি মানুষও রক্তের অভাবে মারা না যায়। এটাই আমরা,আমাদের দেশের মানুষের কাছে কামনা করছি। তারা আরো বলছেন আমাদের মুখে এটাই “স্লোগান রক্তদিন জীবন বাচান।” “রক্তদিলে হয় না ক্ষতি জাগ্রত হয় মানসিক অনূভুতি।”
ব্রেকিং নিউজ :
- দশমিনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পাচারকালে সুন্ধী কচ্ছপ উদ্ধার করলো বনবিভাগ
- ভোলায় ককটেল বিস্ফোরণ, বিএনপিকে জড়িয়ে মামলা
- শুটিংয়ে দগ্ধ শারমিন আঁখির অবস্থা আশঙ্কাজনক
- বাবার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ
- শুটিং করতে গিয়ে অসুস্থ চিত্রনায়িকা ববি
- নতুন করে বিতর্কে জড়ালেন পুনম পান্ডে
- ঢাকায় সকালে আ. লীগের সমাবেশ, বিকেলে বিএনপির পদযাত্রা
- মোংলায় সার বোঝাই লাইটার ডুবি: ৮ কর্মচারী জিবীত উদ্ধার
- লালমোহনে ভ্রমণের নামে শব্দদুষণ, কাভার্ড ভ্যান আটক