লেখকঃ কিশোর-মাহমুদ বিন মারুফ
সময়টা গভির রাত,
চারিদিকে ঘন অন্ধকার,
স্তব্ধ প্রকৃতি, স্তব্ধ চারপাশ ।
আমি তখন গভির ঘুমে আচ্ছন্ন,
হটাৎ ভেসে এলো কারো ডাকার আওয়াজ,
আমি বললাম, কে? কে ওখানে?
দরজার ওপাশে সুনসান নীরবতার মাঝে,
ভেসে এলো কয়েকটি লাইন,
আমি, আমি মুজিব,তোমাদের বঙ্গবন্ধু।
দরজা খুলার শব্দের সাথে সাথে তিনি বলতে লাগলেন,
একাত্তরের কিছু মূল্যবান কথা,
তিনি জানালেন মুক্তিসংগ্রানের কথা,
তিনি বললেন বাঙ্গালীর জাতীয়তাবাদের কথা,
বললেন, পরিচয়হীন বাংলার দামাল ছেলেদের সংগ্রামের কথা,
সব শেষে বললেন বর্তমান হারিয়ে যাওয়া মানবতার কথা,
দুঃখে ব্যথিত হলেন মানুষের
বিবেক নষ্ট হওয়ার জন্য ।
আর শোনালেন অমূল্য তার বানী,
মুখে হাসি, বুকে বল,
তেজে ভরা মন,
মানুষ হইতে হবে,
মানুষ যখন।
বিদায় মূহুর্তে বলে গেলেন,
ভালো থেকো হে কবি,
কাব্যিক কলমে প্রতিবাদি হয়ে তূলে ধরো,
অসহায় বাংলার প্রতিচ্ছবি৷