কথা রাখলো মেয়েরা,সাফ শিরোপা জিতে উল্লাসে মাতলো বাংলাদেশকে

২২

রাসেল আদিত্য।। ক্রীড়া ডেস্ক :

ছাব্বিশ বছরের অপেক্ষা ফুরালো আজ নেপালের
দশরথ স্টেডিয়ামে।আপনি চাইলে অন্য ভাবেও বলতে পারেন।সানজিদার ফেসবুকের পোষ্টে দেশের মানুষকে উস্কে দেওয়া স্বপ্ন তথা ২০০৩ এর
পর এবার আমরা।তখন ভাইয়ারা দেশকে সাফের
শিরোপা এনে দিয়েছিলেন,এবার আমরাপপৃ
এনে দেবো দেশকে সাফের শিরোপা।অথবা সেমিফাইনালে ভূটানকে ৮-০ গোলে উড়িয়ে দেবার
পরেও কোন প্রকার উদযাপন করেনি মেয়েরা।
কোচ ছোটনের নির্দেশ ছিলো শিরোপা জিতে উদযাপন করার।টূর্নামেন্ট জুড়ে দাপুটে ফুটবলের
পসরা সাজিয়ে রাখা আমাদের মেয়েরা ফাইনালে
একই রকম দাপট ও কৌশলের মিশ্রন পুরো ৯৪ মিনিট বজায় রেখে, হাজারো স্বাগতিক দর্শককে নেপালের ইতিহাসে ষষ্ঠ বারের মতো রানারআপ
ট্রফি ধরিয়ে শিরোপা জিতে নিলো।গড়লো নতুন
ইতিহাস।সাফ উইমেন্স চ্যাম্পিয়নশীপ ইতিহাসে নতুন চ্যাম্পিয়নের নাম খোদাই হলো।সেই নামটি
বাংলাদেশ।
দশরথ স্টেডিয়ামে ম্যাচ শুরুর পর দুই দলই তেঁড়েফুঁড়ে প্রতিপক্ষের সীমানায় আক্রমণে ওঠার
চেষ্টা চালায়।ফলে প্রানবন্ত একটি ম্যাচের আভাস
পাওয়া যায় ম্যাচের ৫ম মিনিটেই।সেটি ছিলো নেপালের প্রচেষ্টা।কিন্তু বাংলাদেশের রক্ষনের ঐতিহাসিক লেডি ওয়ালে এসে থেমে যায় সেই চেষ্টা।খেলার ১৩ মিনিটে কর্নার থেকে আসা ক্রসে
শামসুননাহারের দারুণ প্লেসিং আশ্রয় নেয় নেপালের জালে।দশরথের গ্যালারীকে ঘুম পাড়িয়ে
১-০ তে লীড নেয় বাংলাদেশ।গোল শোধে মরিয়া নেপালের চেষ্টাগুলো বাংলাদেশের লেডি ওয়ালে এসে মুখ থুবড়ে পড়ে।বাংলাদেশও লীড বাড়ানোর
জন্য পরিকল্পিত আক্রমণে ওঠে।বিরতির দুই মিনিট আগে ৪৩ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে
বহুদিন মনে রাখার মতো এক গোল করে শ্রীমতি সরকার ২-০গোলে এগিয়ে দেয় দলকে।ঐ স্কোরেই বিরতিতে যায় দুই দল।বিরতির পর নেমে গোলের
জন্য মরিয়া হয়ে চেষ্টা করে নেপালের মেয়েরা।
কিন্তু বাংলাদেশের লেডি ওয়াল ভেদ করা সম্ভব হচ্ছিল না।বাংলাদেশ তখন বুদ্ধিদীপ্ত রণকৌশলের
সফল মঞ্চায়ন করছে দশরথে।কিন্তু ৭০ মিনিটের সময় সংঘবদ্ধ একটি আক্রমণ থেকে নেপালের আনিতা গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করে।বাংলাদেশী লেডী ওয়াল তথা রক্ষন ভাগ পুরো টূর্নামেন্টে প্রথম গোল হজম করে।
জেগে ওঠে পুরো দশরথ।সমস্বরে তাঁরা দলকে উৎসাহ দিতে থাকে।কিন্তু বাংলাদেশের শ্রীমতি সরকার ম্যাচের ৭৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে সবাইকে থামিয়েই শুধু নয়
বাড়ী ফেরার পথ ধরিয়ে দেন।বাকি সময়ে তেমন জোরালো কোন আক্রমণ বা গোল হয়নি কোন দলের পক্ষে।শেষ পর্যন্ত নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফের নতুন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব নিয়ে উদযাপনে মাতে বাংলাদেশের মেয়েরা।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.