ঐতিহ্যবাহী মরিচের হাট

৩৭

মোঃ বিপুল হুসাইন,সদর উপজেলা প্রতিনিধি,জামালপুরঃ কৃষি প্রধান আমাদের এই বাংলাদেশ। বৃহত্তর ময়মনসিংহ বিভাগের কৃষিপ্রধান একটি জেলা হচ্ছে জামালপুর জেলা। এখানে অনেক অর্থকারী ফসল ফলে থাকে। জেলার বেশিরভাগ পরিবার কৃষিকাজের উপর নির্ভরশীল।

জেলায় এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। দাম ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। জেলায় সবচেয়ে বড় মরিচের হাট বসে জেলা সদরের ০১ নং কেন্দুয়া ইউনিয়ন এর ঐতিহ্যবাহী কেন্দুয়া কালিবাড়ি বাজারে। এখানে সপ্তাহে ০২দিন হাটবার। সোমবার ও বৃহঃবার, এইদিন ১২টা হতে সূর্যাস্ত পর্যন্ত চলে মরিচের বেচাকেনা। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে এই মরিচ পৌছে যাচ্ছে দেশের সব প্রান্তে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.