বিনোদন ডেস্কঃ
আমার সঙ্গে মসিউর রহমান রাঙ্গা ভাইকে জড়িয়ে কথা বলা হচ্ছে, যা মোটই ঠিক না। রাঙ্গা ভাইয়ের সঙ্গে একটা অনুষ্ঠানে আমার দেখা হয়েছিল। এরপর আর দেখা হয়নি,এমনকি পরিচয়ও নেই। সাক্ষাৎকার নিজের বাগদান সম্পর্কে কথাগুলো বলছিলেন অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। সানাই মাহবুব সুপ্রভা বলেন,যার সঙ্গে বাগদান হয়েছে, তিনি রাজনীতি করতেন এবং মন্ত্রী ছিলেন। একটা বিষয় পরিষ্কার করতে চাই, আমার জন্ম হয়েছে রংপুর,যার সঙ্গে বাগদান হয়েছে তিনি রংপুরের না। তিনি বলেন,আমাদের দুই পরিবারের সমস্যা নেই। একটা বিষয় হলো, তার আগে একটা বিয়ে হয়েছিলো। সেই পরিবারে তার তিন সন্তান আছে। যদিও স্ত্রীর সঙ্গে কয়েক বছর আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। বিয়ে তো দুজন মানুষের নয়,দুটো পরিবারেরও বন্ধন। প্রশ্নে সানাই বলেন,কয়েক মাস ধরে আমাকে নিয়ে নানা ধরনের সমালোচনা হচ্ছে। বিশেষ করে আমার একটি অস্ত্রোপচারের পর এই ঝড় বেড়ে গেছে। সবাই যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে,এমনকি বাবা-মাও বকাঝকা করছিলেন,তখন এই মানুষটি আমার হাত শক্ত করে ধরেন। তিনি আমাকে ছেড়ে যাননি। তাই মনে হলো,জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষ আমার চাই। এ কারণে,বয়স-সন্তান-ডিভোর্সের বিষয় আমার মাথায় কাজ করেনি। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে আমাকে ডাকা হয়েছিলো ভিন্ন কারণে। আমি কিছু ভিডিও বানিয়েছিলাম,তা সবাই দেখছিলো। আসলে তা সবার জন্য না। যাদের বয়স ১৮ বছরের কম,তারা এগুলো দেখতে পারবে না। ভুলটা বুঝতে পেরেছি। সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের কর্তৃপক্ষকে ধন্যবাদ। এ ঘটনার পর বাসা থেকে মা বিয়ের জন্য চাপ দেন। মায়ের মনে ভয় ঢুকে গেছে। কান্নাকাটি করছিলেন। ওই জায়গা থেকে আমি বাগদান করেছি।
ব্রেকিং নিউজ :
- ডুয়েটে ৬৬০ টি আসনের ভর্তি পরীক্ষা ১০ই সেপ্টেম্বর শুরু
- দশমিনায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে দোয়ার আয়োজন
- যশোরের শার্শায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন পালিত
- জামালপুরের বকশীগঞ্জ স্থলবন্দরে ভারতীয় ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত
- প্রথমবারের মত ভারতীয় ট্রায়াল জাহাজ আসল মোংলা বন্দরে
- জেলে নয় এমন ব্যক্তিদের বাদ দিয়ে জেলে তালিকা সংশোধন করা হবে
- দশমিনায় মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন
- 'কখন আসবে বাবা?'
- ডোমারে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২২ পালিত হয়
- বঙ্গবন্ধু রেল সেতুর মালামালের জাহাজ "এমভি উহইওন হোপ" মোংলা বন্দরে