ডেস্ক রিপোর্টঃ মামলার খবর শুনে বাবুনগরী হেসে বললেন, ‘এটাই আমাদের সৌভাগ্য ও নাজাতের উছিলা হবে।
ভাস্কর্যে বিরোধিতার নামে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান কে অবমাননার অভিযোগে দুটি মামলা হয়েছে। বাবুনগরীর একান্ত সচিব ইনামুল হাসান ফারুকী তার ফেজবুক পোস্টে লিখেছেন কিছু ক্ষণ আগে আমার প্রান প্রিয় শায়খ ও মুরশিদ কায়েছে আজম শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীকে যখন বললেন ভাস্কর্য ইস্যুতে আপনাকে সহ আল্লামা মামুনুল হক ও আল্লামা ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে , জুনায়েদ বাবুনগরী বললেন কোরআন হাদিসের বানী পৌঁছাতে গিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় আমাদের নামে মামলা হয়েছে এটাই আমাদের সৌভাগ্য এবং নাজাতের উছিলা হবে ।