রওনক হাসানঃ অনেকটাই একা হয়ে পড়ছে ডলি, স্টেইজ শো নেই কাজ খুবই কম।জানালেন তার প্রডাকশন হাউজের কর্মচারী।পর পর তিন বিয়ে করে সমালোচনার মূখে রবিকে ছেড়ে ফাইজার খানকে নিয়ে সংসার জীবন ও এলোমেলো, তিন সংসারে ১টি করে সন্তান ও তাকে এলোমেলো করে দিয়েছে। কোন স্বামী ই তার একাকিত্ব ঘুচাতে পারলোনা, বদ্ধ ঘরে বসে আছে রুপে আমার আগুন জ্বলে খ্যাত গায়িকা।।।