
অনন্ত আনোয়ার, উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার একরাতে ২০ শতাংশ জমির ফসল নষ্ট করেছে বলে অভিযোগ পাওয়া যায়। রাতের আঁধারে ৫ নং জোড়খালী ইউনিয়নস্থ হাটমাগুরা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই এলাকার মৃত বেলাল উদ্দিনের পাঁচ ছেলে নওশের, সোলায়মান, হেলাল, গিয়াস ও উসমান উদ্দিন খাঁ তাদের পাঁচ ভাইয়ের ২০শতাংশ জমি কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
এতে তারা লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এবং দাবি করেন নওশের খা জানান যে,সকালে জমিতে গিয়ে দেখি সব গাছ সাবাড় করে কে কারা।
স্থানীয় পল্লী চিকিৎসক কামরুল ইসলাম ও ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে আইনের সহায়তা চেয়ে অপরাধী চিহ্নিত করে সুবিচারের দাবি করেছেন।