একদিকে উচ্ছাস অন্যদিকে বিষাদ

২২

মোঃ নুরনবী ইসলাম,ডিমলা প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল সার্ভিস ও বার টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জনের পরেও বুকের কোনে চাপা কষ্ট ও বেদনা নিয়ে অ্যাওয়ার্ড অর্জনের আনন্দ ভাগাভাগি করছে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।

গত বছরের আগষ্ট মাসে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের উদ্দেশ্যে নৌকায় ভ্রমনকালীন সময়ে গাইবান্ধার কামারজানিতে ব্রষ্মপুত্র নদের পানিতে পড়ে নিখোঁজ হয় রোভারদের একজন একনিষ্ঠ সহযোদ্ধা মোঃ বোরহান হোসেন নিশাত। দেশের সংকটময় মুহুর্তে রাতে যখন অন্যরা সুখের নিন্দ্রায় মগ্ন থাকত, ঠিক সেই সময়ে বন্যা দুর্গতদের মুখে একটু হাসি ফোটাতে ত্রাণ সামগ্রী প্যাকেট করনে অগনিত নির্ঘুম রাত কাটিয়েছে এই সহযোদ্ধা।

আজ যখন তার(মোঃ বোরহান হোসেন নিশাত) এই মানবতার স্বার্থে আন্তনিয়োগের স্বীকৃতি স্বরুপ ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত করেছে বাংলাদেশ স্কাউটস, ঠিক তখনই তার সহপাঠিদের মনের মাঝে জেগে উঠেছে সেই ভাই হারানো বিষাদের আর্তনাদ।

রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডারসহ ইউনিটের অন্যান্য গভীর দুঃখ প্রকাশ করেছেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.