একটি মানবিক আবেদন

২০

ডেস্ক রিপোর্টারঃ মুরসালিন,কলমাকান্দা,নেত্রকোনাঃ দুর্ঘটনায় আহত হয়ে পরে আছে এক বৃদ্ধ পুরুষ, এখনো পর্যন্ত পাওয়া যায়নি তার কোনো পরিবার পরিজনের খোঁজখবর। লোকটা চিকিৎসা বিহীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একটি সিটে পরে আছেন। যদি কেউ লোকটাকে চিনেন অতি তাড়াতাড়ি উনার পরিবারের কাছে খবর দিয়ে উনাকে পরিবারে ফিরে পাওয়ার সুযোগ করে দেওয়া জন্য অনুরোধ করা হলো। লোকটি কোনো কথা বলতে পাচ্ছে না, শুধু তার মুখ থেকে বাহির হচ্ছিল,তার বাড়ি ময়মনসিংহ নারিকেল বাড়িতে। যদি কেউ নারিকেল বাড়ি বা উনাকে চিনেন তাহলে উনার পরিবারের কাছে উনার দুর্ঘটনার খবরটুকু জানিয়ে দেন। লোকটার কাছে কোনো ফোন নাই তাই উনার সাথে যোগাযোগ করতে ০১৭৮৭৫৯৪৮৬৪।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.