ডেস্ক রিপোর্টঃ
সাংবাদিক সমাজের দর্পণ বা আয়না। সমাজের অসঙ্গতি, দুর্গতি, অনিয়ম, অত্যাচার নানাবিধ সমস্যা আনন্দ বাংলাদেশের বুকে তুলে ধরে তারা। কিন্তু তার মাঝেও তাদেরকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়, সমস্ত বাধা হুমকি প্রতীক্ষা করে তাদের ছুটতে হয় সংবাদ সংগ্রহে।
তেমনি এক অকুতোভয় সাংবাদিক ইকরামুল হক রাজিব।
রাজিব খুলনা বিভাগের বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা, বেশ কয়েকটা অনলাইন পোর্টালের নিয়মিত খবর প্রদান করে থাকেন।
সাংবাদিকতায় যোগ দেওয়ার পর থেকেই যেন তার প্রতিটা পদক্ষেপ অনিয়ম, দুর্নীতি ও সুবিধাভোগীদের বিপক্ষে, যেখানে অনিয়ম সেখানেই যেন তার পদচার, যেখানেই অত্যাচার সেখানেই তার হুংকার, দমিয়ে রাখতে পারেনি তার ইচ্ছা, আকাঙ্ক্ষা ও সাহসিকতাকে।
নানান প্রতিকূল আবহাওয়া, হুমকি দমিয়ে রাখতে পারেনি তার কাজকে,ঘুরে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। করে চলেছেন নানাবিধ খবর যার ফলশ্রুতিতে রামপাল বাসীর কাছে এক বিশ্বস্ত রিপোর্টারের নাম রাজিব। তার পদচারণায় যেন অন্যায়, অত্যাচার, অনিয়ম গায়েব হয়ে যায়।
অপরাধী রা অপরাধ করার আগেই ভেবে নেয় রিপোর্টার রাজিব আসবে নাতো। তার এই সাহসিকতা ও নিবিড় ছুটে চলাকে সাধুবাদ জানায় স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ
আমার চাই রাজীবের মত একজন সাংবাদিক। দূর হোক সকল অনিয়ম, একটা হোক সাংবাদিক সংঘ।