একই প্লাটফর্ম এ আসতে হবে সকল প্রকৌশলী সমাজ কে- এস আর খান ও আব্দুল্লাহ আল মামুনের ঐক্যমত

৫৫

ঢাকা মিরপুর থেকে বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা মিরপুরে সিরাজগঞ্জ জেলা সমিতি হলরুমে  ইনিষ্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্ এর কেন্দ্রীয় নেতা, সিরাজগঞ্জ  জেলা সমিতির সভাপতি এস আর খানঁ গত কাল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোশিয়েশন সিরাজগঞ্জ জেলা  আহবায়ক কমিটির অভিষেক ও আলোচনা সভায় বলেন কঠিন ঐক্য প্রক্রিয়ার মধ্যে  এ দেশের ইঞ্জিনিয়ার দের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সরকার কে বুঝাতে হবে ইঞ্জিনিয়ার সেক্টর এগিয়ে গেলে দেশ এগোবে।
প্রধান বক্তা সংগঠন এর প্রতিষ্ঠাতা ইঞ্জিঃআব্দুল্লাহ আল মামুন বলেন
অবহেলিত এ সেক্টর কে সংগঠিত করতে তিনি জীবনের মুল্যবান সময় সংগঠন কে দিয়েছেন, কোন লোভ ও লাভের আশায় নয়, এ সেক্টর কে নিয়ে কেউ যেন বানিজ্য করতে না পারে, কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে।
প্রাইভেট ইউনিভার্সিটি তে মানহীন শিক্ষা বানিজ্য বন্ধ করতে সরকারের প্রতি অনুরোধ  অনুরোধ করেন।
তিনি ১৬ ই ডিসেম্বর সকল ইঞ্জিনিয়ার দের জাতীয় স্মৃতিসৌধ এ সমবেত হতে উদাত্ত আহবান জানান।
সিরাজগঞ্জ জেলা আহবায়ক কমিটি কে শুভকামনা জানান।

পরিচালনা পরিষদের সদস্য প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন বলেন ইস্পাত কঠিন ঐক্য  ও এক হয়ে কাজ করতে হবে।

প্রচার প্রকাশনা সেল এর মূখপাএ মাছুম বিল্লাহ বলেন সংগঠন এর জন্যে সে যে কোন ত্যাগ শিকার করতে প্রস্তুত।

রাজশাহী জোন সমন্বয় মিজানুর রহমান, হাবিবুল বাশার ও আহবায়ক কমিটির
এনামুল হক রেজা সহ সকল সদস্য বক্তব্য রাখেন সভাপতি মহোদয় সমাপনী বক্তব্যের  মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.