মুরসালিন কলমাকান্দা,নেত্রকোনাঃ কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা পর্যায় একটি উন্নত হাসপাতাল। এখানে কলমাকান্দা, দুর্গাপুর উপজেলার আবাসিক এলাকায় এই স্বাস্থ্য কমপ্লেক্সটি একটি উন্নত মানের কমপ্লেক্স নামে পরিচিত। এখানে অল্প খরচে ভালো চিকিৎসা করা হয়, এখানে সিজার ডেলিভারি সহ বিভিন্ন রুগের ভালো চিকিৎসা পাওয়া যায়। রক্ত শুন্যাতা থ্যালাসেমিয়ার রুগীদের মোটামুটি ভালো চিকিৎসা করা হয়। রক্ত শুন্যাতা থ্যালাসেমিয়া রুগীদের জন্য অনেক রক্তের প্রয়োজন হয়, এবং এই ধরনের রুগী কমলাকান্দায় অনেক রয়েছে।
কলমাকান্দা ব্লাড ডোনেশন সোসাইটি নামে একটি সংগঠন রয়েছে অত্র সংগঠন থেকে বেশ কিছুদিন ধরে, এই ব্লাড সংগঠন থেকে বিভিন্ন রুগীকে ব্লাড সংগ্রহ করে রক্ত শুন্যাতা, থ্যালাসেমিয়া, সিজার, ও বিভিন্ন অপারেশনের জন্য রক্তের প্রয়োজনিও রুগীদের ব্লাড ম্যানেজ করে দাওয়া হয়।
কলমাকান্দা ব্লাড ডোনেশন সোসাইটি সংগঠনের পরিচালকদের কাছেও অনেক থ্যালাসেমিয়া রুগী রয়েছে, অনেক সময় দেখা যায় ব্লাড দেওয়ার জন্য অনেক সেচ্ছাসেবী ভাই ও বোনেরা প্রস্তুত থাকে কিন্তু রুগী পায় না। এমন হয় একদিন বা দুইদিন পরে রুগীর জন্য ব্লাড লাগে কোনো কারণে যে ব্লাড দিবে সে কোথাও চলে যাবে এই সময় দুইদিন পরে ব্লাড প্রয়োজন ব্লাড রাখারও কোনো বেবস্থা নাই। তাই কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আরো উন্নত কমপ্লেক্স করার জন্য একটি ব্লাড ব্যাংক প্রয়োজন। তাহলে ব্লাড সংগ্রহ করে ব্যাংকে জমা রেখে রুগীদের সহজেই দেওয়া যাবে বলে আসা করা যায়।