মোঃ আল মামুন সিদ্দিক,রানিশংকৈল: ঠাকুরগাঁয়ের রানীশংকৈলের কৃতী সন্তান ইসলামী ব্যাংকের এসভিপি, বিশিষ্ট রাজনীতিবীদ জনাব মোঃ আব্দুল মালেক (আনুমানিক: ৫৯বছর) আজ আর আমাদের মাঝে নেই। চলে গেলেন না ফেরার দেশে।
গতকাল (০৭/১২/২০) সকালে হঠাৎ পেটে ব্যথা জনিত সমস্যা নিয়ে ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি, ঢাকাতে তাকে ভর্তি করানো হয়।সেখানে তিনি গতকাল দুপুর 12:30 মিনিটে( আনুমাণিক) ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা নর্থ জোনের সন্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত ছিলেন।
মরহুমের প্রথম নামায-এর জানাযা গতকাল বাদ মাগরিব মিরপুর ১২, বি ব্লক বায়তুন নূর জামে মাসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কলিগাঁও গ্রামে নেয়া হয়েছে।
গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
গ্রামের বাড়ি কলিগাঁও (নয়াবন্দরে) জানাজার নামাজের সময় নির্ধারণ করা হয়েছে আজ (০৮/১২/২০, মঙ্গলবার ) সকাল ১১টায় (ইনশাআল্লাহ্ )। সংশ্লিষ্ট সকলকে জানাজার নামাযে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।