ইরানি নিউক্লিয়ার সাইন্টিস্ট ‘মুহসিন ফাখরিযাদাহ’কে কিছুক্ষণ আগে হত্যা করা হয়েছে

৫২

ডেস্ক রিপোর্টঃ ইরানের নিউক্লিয়ার সাইন্টিস্ট ‘মুহসিন ফাখরিযাদাহ’কে কিছুক্ষণ আগে হত্যা করা হয়েছে।
তেহরানের একটি রাস্তায় তাকে ‘কার এটাক’ এর মাধ্যমে হত্যা করা হয়।

উনাকে বলা হয় ‘ফাদার অফ ইরান’স নিউক্লিয়ার প্রোগ্রাম’।

ইরানের দাবী এটি ইসরাইলের গোয়েন্দা সংস্থা (ডেথ স্কোয়াড অফ মোসাদ) হত্যাকাণ্ডের সাথে জড়িত।

50% LikesVS
50% Dislikes
২ Comments
  1. Md Abdul Alim says

    Thanks

    1. shanto says

      Thanks

Leave A Reply

Your email address will not be published.