–মিজানুর রহমান
আমি যদি পাখি হতাম
থাকতো দুটি ডানা
নবীর দেশে উড়ে যেতাম
করতো না কেউ মানা।
রওজা পাকে সালাম দিতাম
পূর্ণ হতো আশা,
ইচ্ছে আমার মনের ভেতর
বাঁধছে কঠিন বাসা।
জমজমের ওই মিষ্টি পানি
মনটা ভরে খেতাম
ইচ্ছে হলেই পাখা মেলে
বারংবারই যেতাম।
টাকা পয়সা নেই যে আমারা
কবুল কর তুমি,
হে দয়াময় ইচ্ছে গুলো
প্রকাশ করলাম আমি।