সিহাব হাচান শাসন ডোমার নীলফামারী প্রতিনিধিঃ
ডোমার উপজেলায় ৭ং বোড়াগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ব্যাবস্থাপনা কমিটির সকল সদস্যদের কোভিট -১৯ টিকা বিষয়ক ও ব্যবস্থাপনা কমিটির দ্বায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষনের একদিন ব্যাপি আয়োজন করেন ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্প। বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষনের উদ্ভধন করেন ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন। প্রশিক্ষন প্রদান করেন ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্পের ফিল্ড কোর্ডিনেটর সায়রা বেগম। আরো উপস্থত ছিলেন ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্পের টেকনিক্যাল কোর্ডিনেটর বিশ্বজিৎ সাংমা।