ইউনিয়নে ও পৌরসভা নির্বাচন স্থগিত-ইসি।

১৩৮

সঞ্জয় বৈরাগী, ডেস্ক রিপোর্ট: আজ বৃহস্পতিবার দুপুরে করোনার উচ্চ ঝুকিতে থাকা এলাকার ভোট গ্রহন নিয়ে জরুরী বৈঠকে বসেন নির্বাচন কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব মোঃ হুমায়ুন কবির খন্দকার সাংবাদিকদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত নিয়ে ব্রিফিং করেন। নির্বাচন কমিশনার সচিব বলেন দেশে করোনার উচ্চ ঝুঁকিতে থাকা এলাকাসমূহ ভোটগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

দেশে মোট ১৬৩ টি ইউনিয়ন ও ৯ টি পৌরসভার ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরমধ্যে খুলনা বিভাগে রয়েছে ১২৬ টি ইউনিয়ন।

বাগেরহাট জেলার ৬৮ টি, খুলনা জেলায় ৩৪ টি, সাতক্ষীরা জেলা ২১ টি, নোয়াখালী জেলা ১৩ টি, চট্টগ্রাম জেলায় ১২ টি এবং কক্সবাজার জেলায় ১৫ টি ইউনিয়নের ভোট গ্রহন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.