ডেস্ক রিপোর্টঃ আজ পহেলা ফেব্রুয়ারি ২০২১ বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের নতুন গান ‘পাষাণী’র মাধ্যমে যাত্রা শুরু করছে ধ্রুব মিউজিক গ্যালারি। ‘পাষাণী’ গানটি লিখেছেন ওমর ফারুক, সুর করেছেন মিলন আর সঙ্গীতায়োজনে ছিলেন এমএমপি রনি।
জানা গেছে, ‘ধ্রুব মিউজিক গ্যালারি’ বাংলা গানের প্রসারে নতুন উদ্যোগ। এখান থেকে ভিডিও ছাড়াই গান প্রকাশ হবে। আসিফ আকবর বলেন, ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এই সময়ে দারুণ এক সিদ্ধান্ত নিয়েছে।