আসন্ন পঞ্চগড় পৌরসভা নির্বাচনে আওয়ামিলীগ এর মনোনয়ন পেলেন জাকিয়া খাতুন।

৪০

আল আমিন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

২৮ নভেন্বর গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

জাকিয়া খাতুন, জেলা মহিলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক, তিনি পেশায় ডক্টর অাবেদা হাফিজ গার্লস স্কুলের ইংরেজি শিক্ষক।

পঞ্চগড় পৌরসভা কে আধুনিক ও পরিকল্পিত শহর করতে অঙ্গিকার করছেন ।
অনান্য সাম্ভাব্য প্রার্থীরা সোডাউন সহ নানা কর্মসূচি করলেও তিনি ঘরে ঘরে ঘুরেছেন ভোটারদের।

50% LikesVS
50% Dislikes
২ Comments
  1. mamun says

    nice

    1. Editor says

      thabks

Leave A Reply

Your email address will not be published.